এ বিষয়ে জানতে শফিকুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তাঁর সহপাঠী এ এইচ সোহান প্রথম আলোকে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শফিকুরকে মারধর করা হয়েছে। এখন তাঁর শারীরিক আর মানসিক অবস্থা ভালো না, তাই কথা বলতে পারছেন না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রথম আলোকে বলেন, ‘এর আগে শফিকুর এক শিক্ষার্থীকে মারধর করেছিল। এর জের ধরে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়েই দ্রুত প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছায়। তাঁকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’