বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Homeবিনোদনবিয়ে করলেন আরমান মালিক

বিয়ে করলেন আরমান মালিক

- Advertisement -spot_img

বছরের শুরুতেই ভক্ত-অনুসারীদের সুসংবাদ দিলেন সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন তিনি। আজ সকালে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি দিয়ে ভক্তদের সঙ্গে সুখবর ভাগাভাগি করেছেন গায়ক।

আরমান মালিক ও আশনা শ্রফ দুজনেই তাঁদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘তুমিই আমার বাড়ি।’

একটি ছবিতে দেখা যাচ্ছে আরমান ও আশনা একে অপরের হাত ধরে আছেন, কোনো ছবিতে আবার তাঁরা একে অপরের হাত ধরে কথা বলছেন। বিয়ের আচার অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন দম্পতি।

বিশেষ দিনে একেবারে সাবেকি সাজে সেজেছেন তাঁরা। কমলা রঙের লেহেঙ্গা পান্নাখচিত গয়নায় দেখা গেল আশনাকে। অন্যদিকে, পিচ রঙের শেরওয়ানিতে সেজেছেন আরমান। তাঁদের ছবিতে মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন ভক্তরা।

আরমান ও আশনা ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন। পরে তিনি প্রেমিকাকে উৎসবে করে ‘কসম সে’-এর জন্য একটি বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করেন এই তরুণ গায়ক।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here