পর্দা নামল ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের। এ আসরে প্রকাশ করা হয়েছে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বসে তারকাদের পুরস্কার বিতরণের এ আসর।
১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।
এতদিন এ অ্যাওয়ার্ডের স্বত্ব বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের কাছে থাকলেও ২০২৩ সালের জুনে এ স্বত্ব কিনে নেয় এলড্রিজ ইন্ডাস্ট্রিজ এবং ডিক ক্লাক প্রোডাকশন্স (ডিসিপি)। এ দুটি সংগঠনের পক্ষ থেকে এবার আয়োজন করা হয় ৮২তম আসর।
মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, গোল্ডেন গ্লোবস বিজয়ী নির্বাচনে এবার ৮৫টি দেশের সাংবাদিক অংশ নেন। বাংলাদেশের ৪ জনসহ সর্বমোট ৩৩৪ জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হন বিজয়ীরা। আসরে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সমালোচকদের অনুমান সত্যি করে এবারের গোল্ডেন গ্লোবে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। অন্য পুরস্কারগুলোর বেশির ভাগই মিলে গেছে সমালোচকদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে। বাংলাদেশ সময় সকাল ১০টার পরে শেষ হওয়া এই অনুষ্ঠানে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’।
গত ৯ ডিসেম্বর ঘোষণা করা হয় গোল্ডেন গ্লোবের মনোনয়ন। এতে সর্বোচ্চ ১০টি মনোনয়ন বাগিয়েছিল ‘এমিলিয়া পেরেজ’। মূল পুরস্কার অনুষ্ঠানেই রইল মনোনয়নের ছাপ। নন্দিত ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের ছবিটি মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে। এ ছাড়া বাগিয়েছে আরও তিনটি পুরস্কার। এর মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা।
ছবিটির জন্য আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প এটি, যারা নিজেদের মতো করে সুখী হতে চায়। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চায়। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প।
অনুমিতভাবে গত বছরের আরেকটি প্রশংসিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার। এ ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ব্র্যাডি করবেটের হাতে।
গত বছরের আরেকটি আলোচিত সিনেমা ছিল কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল-কমেডি) পুরস্কার পেয়েছেন ডেমি মুর।
এ ছাড়া ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য সেরা অভিনেতা(মিউজিক্যাল-কমেডি) হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ফার্নান্দা তোরেস।
পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’।
টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল ‘দ্য বিয়ার’। কিন্তু মূল পুরস্কারে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে গত বছরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি ‘শোগান’। সেরা ড্রামা সিরিজ ছাড়াও আরও তিন পুরস্কার জিতেছে এটি।
মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা সিরিজ হয়েছে ‘হ্যাকস’। সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে ‘বেবি রেইন্ডার’। ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন ‘শোগান’-এর হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই।
মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার), সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)।
এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান নিকি গ্লেসার।