‘আরআরআর’ ছবির চূড়ান্ত সফলতার পর আবার ঝড় তুলতে আসছেন দক্ষিণি তারকা রামচরণ। তাঁর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘গেম চেঞ্জার’ শিগগিরই মুক্তি পাবে। এস শংকর পরিচালিত এই রাজনৈতিক ড্রামাধর্মী ছবিতে রামচরণকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এই প্যান ইন্ডিয়া নায়ক ‘গেম চেঞ্জার’ ছবির জন্য কম পারিশ্রমিক নিয়েছেন। এর কারণ সম্প্রতি ফাঁস হয়েছে। এর পাশাপাশি ফাঁস হয়েছে এই ছবির নায়িকা কিয়ারা আদভানির পারিশ্রমিকের অঙ্ক।
‘গেম চেঞ্জার’ ১০ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। রামচরণ এই ছবিতে আবার নাচ, অভিনয় আর অ্যাকশনের মাধ্যমে দর্শকদের চমকে দেবেন।
এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির পর রামচরণ তাঁর পারিশ্রমিক একলাফে বাড়িয়ে ১০০ কোটি করেছিলেন। কিন্তু ‘গেম চেঞ্জার’ ছবিতে দ্বিগুণ পরিশ্রম করেও অনেক কম পারিশ্রমিক নিয়েছেন এই দক্ষিণি তারকা।
জানা গেছে, এই রাজনৈতিক ড্রামাধর্মী ছবির জন্য রামচরণ তাঁর পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন ৬৫ কোটি রুপি। আসলে নির্ধারিত সময়সীমার মধ্যে এই দক্ষিণি সুপারস্টার ছবির শুটিং শেষ করতে পারেননি বলে তিনি তাঁর পারিশ্রকের অঙ্ক কমিয়ে দিয়েছেন বলে খবর। ‘গেম চেঞ্জার’ মুক্তির বিলম্বের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন রামচরণ। এদিকে এই ছবির পরিচালক এস শংকর পরিচালনার জন্য নিয়েছেন মাত্র ৩৫ কোটি রুপি। ‘গেম চেঞ্জার’ ছবির নায়িকা কিয়ারা আদভানির পারিশ্রমিকের অঙ্ক পাঁচ থেকে সাত কোটি বলে জানা গেছে।
‘গেম চেঞ্জার’ ছবিটি নির্মাণ করতে নির্মাতাদের পকেট থেকে গেছে ৪৫০ কোটি। এই ছবির চারটি গান বানাতে নির্মাতারা ৭৫ কোটি খরচ করেছেন বলে জানিয়েছেন। ‘গেম চেঞ্জার’ ছবির ‘জয়ারান্ডি’ গানটির নৃত্যে নির্দেশনা দিয়েছেন দক্ষিণের খ্যাতনামা কোরিওগ্রাফার প্রভু দেবা।
৬০০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ১৩ দিন ধরে গানটি শুট করা হয়েছে। ‘মাচা মাচা’ গানটির কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। ‘গেম চেঞ্জার’ ছবির এই গানে এক হাজার নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। এই ছবির ‘নানা হায়রানা’ গানটি নিউজিল্যান্ডে শুট করা প্রথম ভারতীয় গান, যা ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে শুট করা হয়েছে বলে নির্মাতাদের দাবি। ‘ধোপ মে’–তে ১০০ রাশিয়ান শিল্পী নাচ করেছেন। ‘গেম চেঞ্জার’কে ২০২৫ সালের অন্যতম বড় ছবি বলা হচ্ছে।