বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
HomeUncategorizedরাতে পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নির্বাপণ

রাতে পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নির্বাপণ

- Advertisement -spot_img

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সেই আগুন নির্বাপন করেছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ১৮ মিনিটে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত নিটোরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, হাসপাতালের ১২ তলা ভবনের ৫ তলার আইসিইউ কেবিনের বাইরে বৈদ্যুতিক ক্যাবল থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই সাধারণ মানুষ আগুন নির্বাপণ করে।

তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here