পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিন দফা দাবি পূরণে সরকারকে দুই ঘণ্টা সময় দিয়েছেন বিক্ষোভরত স্বজনরা।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিডিআরের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছিল। পরে তারা শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনার এলাকায় গিয়েছেন। এখন শাহবাগে যান চলাচল স্বাভাবিক।
এর আগে বেলা ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর বিকাল সাড়ে ৩টায় তারা অবস্থান ছেড়ে শহীদ মিনারের দিকে যাত্রা করেন।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মাহফুজ বলেন, ‘জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ছাত্রনেতাদের অনুরোধে আমরা দুই ঘণ্টার জন্য শহীদ মিনারে ফিরে যাচ্ছি। দাবি আদায়ের কোনো আশ্বাস বা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।’
তাদের দাবিগুলো হল-পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার।
উল্লেখ্য, পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।