রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
শিরোনাম:
HomeUncategorized‘সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সওজ ও বিআরটিএ’র কাঁধেও পড়বে’

‘সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সওজ ও বিআরটিএ’র কাঁধেও পড়বে’

- Advertisement -spot_img

সড়কে দুর্ঘটনার দায় এখন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের কাঁধেও পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলছি, সড়কে দুর্ঘটনার জন্য যদি কোনো সড়কের ত্রুটি দায়ী হয়, তবে সওজের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখা যায় বাস চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির ফিটনেস সনদ নেই, তবে সেক্ষেত্রে দায় বর্তাবে বিআরটিএর কর্মকর্তাদের ওপর। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশের গাফিলতি থাকলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।’

শনিবার দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন। বিআরটিএর কার্যক্রমে হতাশা প্রকাশ করে সড়ক উপদেষ্টা বলেন, ‘জনগণকে সরাসরি সেবা দেয় এমন কিছু প্রতিষ্ঠান গত ৫ আগস্টের পরে বন্ধ করে দেওয়া হয়েছে। বিআরটিএর কিছু কাজে অগ্রগতি হয়েছে, কিন্তু সেটা আশানুরূপ নয়। বিআরটিএ যদি তাদের কার্যক্রমে গতি না আনে, তবে এ প্রতিষ্ঠানও বন্ধ করে দিতে বাধ্য হবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বিআরটিএ-কে নিয়মিত মনিটরিংয়ে রাখবো।’

  1. সভায় জানানো হয়, বিআরটিএ-তে এখনো সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স অপেক্ষমাণ রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সেগুলো দেওয়া হবে। বিআরটিএর সময়মতো লাইসেন্স দিতে না পারায় সড়ক পরিবহনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এমন অভিযোগের ব্যাপার সড়ক উপদেষ্টা জানান, এখন তারা বেসরকারি বিভিন্ন সংস্থাকে লাইসেন্স প্রদানের কাজটি দেওয়ার কথা ভাবছেন।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here