• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

বছরের প্রথম এল-ক্লাসিকো: রাতে মুখোমুখি বার্সা-রিয়াল

রিপোর্টার নাম: / ২৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
বছরের প্রথম এল-ক্লাসিকো: রাতে মুখোমুখি বার্সা-রিয়াল

জয় দিয়েই ২০২৫ সাল শুরু করেছে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইউরোপের পরাশক্তি দুই জায়ান্ট বছরের প্রথম এল-ক্লাসিকো খেলতে আজ (রবিবার) রাতে মাঠে নামছে। এ নিয়ে টানা তিন মৌসুমেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। আগের দুই দেখায় বার্সেলোনা ও রিয়াল একবার করে জিতেছে।

 

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। এর আগে দুই দলের সর্বশেষ এল-ক্লাসিকো হয়েছিল গত অক্টোবরে। যেখানে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের বার্সা। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে আজ প্রতিশোধের চ্যালেঞ্জ। তাদের তারকা মিডফিল্ডার ফেদে ভালভার্দের কণ্ঠেও পাওয়া গেল সেই ঝাঁজ।

 

সুপারকোপার গত দুই আসরের ফাইনালও হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে। প্রথমবার ২০২৩ সালে জিতেছিল বার্সেলোনা, পরের বছর রিয়াল মাদ্রিদ জিতে দেশটিতে দু’দল ১-১ সমতায় রয়েছে। দুই দলের সামনেই রয়েছে সেই সমতা ভাঙার সুযোগ। একইসঙ্গে রিয়ালের সামনে বার্সার সর্বোচ্চ ১৪ বার সুপারকাপ শিরোপার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছানি দিচ্ছে। এই প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন হয়েছে ১৩ বার। আজ রিয়ালের রেকর্ড স্পর্শ নাকি বার্সা ব্যবধানটা আরও বাড়িয়ে নেয় সেটাই দেখার অপেক্ষায় থাকবে ফুটবলবিশ্ব।

 

গত বছর দুইবার এল-ক্লাসিকোয় মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। প্রথমবার জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে আনচেলত্তির শিষ্যরা ৪-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল। একই মৌসুমে তারা ঘরে তুলেছিল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। পরের মৌসুম এবং একই বছরেই অবশ্য সেই হারের শোধ নেয় বার্সা। লা লিগার ম্যাচে সর্বশেষ দেখায় তারা প্রতিদ্বন্দ্বীদের প্রায় সমান ব্যবধানে হারায়।

 

তবে দুই দলের আগের অবস্থান এখন আর নেই। দাপট কমেছে বার্সার, অন্যদিকে রিয়ালও আগের চেয়ে নিজেদের গুছিয়ে নিয়েছে। বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের সবশেষ ১১ ম্যাচের চারটিতে হেরেছে, ড্র করেছে দুটি। রিয়াল জিতেছে তাদের সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতে। ফলে বার্সা ও অ্যাতলেটিকো মাদ্রিদকে হটিয়ে লা লিগার টেবিলেও শীর্ষে তারা উঠে গেছে। জয় দিয়ে বছর শুরু করা বার্সাও সৌদি আরবে বেশ রোমাঞ্চকর রাতের আভাস দিয়ে রেখেছে।

 

বার্সার জন্য স্বস্তির খবর— তারা ম্যাচটিতে পাচ্ছে তাদের আক্রমণভাগের তারকা দানি ওলমোকে। এই স্প্যানিশ তরুণের রেজিষ্ট্রেশন করা নিয়ে বেশ ঝক্কি-ঝামেলায় পড়তে হয়েছে কাতালানদের। তবে সাময়িক সময়ের জন্য তাদের সেই বিব্রতকর অবস্থা কেটেছে। একইসঙ্গে রবার্ট লেভান্ডফস্কি, রাফিনিয়া, গাভি ও লামিনে ইয়ামালদের তারকাদের সমন্বয়ে গত মৌসুমের শিরোপাখরা কাটাতে চাইবে ফ্লিকের দল। বিপরীতে রিয়াল শিবিরে প্রস্তুত থাকবেন ভিনিসিয়ুস, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে ও লুকা মদ্রিচরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ