• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

নৌকা ডুবিয়ে লাপাত্তা তারা

রিপোর্টার নাম: / ৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
নৌকা ডুবিয়ে লাপাত্তা তারা

আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সাবেক মন্ত্রী-এমপিকে গ্রেপ্তার করা হলেও অপকর্মের হোতা সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এখন লাপাত্তা। যাদের দাপটে দলের কেন্দ্রীয় নেতারাও একসময় তটস্থ থাকতেন, নৌকা ডুবিয়ে তাঁরা গা ঢাকা দিয়েছেন। সচিবালয়-মন্ত্রী পাড়া ও দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল যাদের আধিপত্য, তাঁরা এখন দলের বিপদ দেখে সটকে পড়েছেন। অথচ ছয় মাস আগেও রাজনীতিতে ছিল তাদের একচেটিয়া দাপট। ছাত্রদের টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের।

 

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো হচ্ছে- মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও তাঁতী লীগ।

 

যুব মহিলা লীগের প্রতিষ্ঠার বয়স কম হলেও সংগঠনের নেত্রীদের দাপট ব্যাপক ছিল চোখে পড়ার মতো। ক্ষমতায় থাকাকালীন সচিবালয় ও বিভিন্ন অফিসে প্রভাব দেখিয়েছেন। তাদের তদবির, টেন্ডারে ভাগ দেওয়া নিয়ে অতিষ্ঠ ছিলেন মন্ত্রী-এমপিরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই নেত্রীরা এতটাই প্রভাবশালী ছিলেন যে নানা অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে মিডিয়ায় প্রতিবেদনও করা যেত না। সেই দোর্দ–দাপুটে নেত্রীরা এখন কোথায়? -এমন প্রশ্ন মানুষের মুখে মুখে!

 

যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ডেইজি সরোয়ার। তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে। তবে সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সিলেট অঞ্চলের কোথাও থাকতে পারেন বলে ধারণা করছেন সংগঠনের একাধিক নেত্রী। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর অনেক ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের বাদ দিয়ে সংগঠনে ‘ইডেন’ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। সেই লিলি এখন লাপাত্তা। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ভারতে পাড়ি জমান। সংগঠনের ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে- এমন এক তথ্য পেয়ে কয়েক দিনের মাথায় তিনি দেশে ফিরে আসেন। পরে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এখন তিনি জেলহাজতে। সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির বিদেশ যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সস্ত্রীক কানাডায় অবস্থান করছেন। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রয়েছেন ভারতে। নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদকের কথা হলেও চেয়ারম্যান কাউকে পাত্তা দিচ্ছেন না। কারও ফোনও ধরছেন না তিনি। বিদেশে বসে বেশ আয়েশি জীবনযাপন করছেন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অনেকের ধারণা, তিনি দেশেই রয়েছেন। সাধারণ সম্পাদক শবনম পারভিন শিলা সিঙ্গাপুরে আছেন বলে দাবি সংগঠনের নেতা-কর্মীদের। দুই নেত্রীই কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না বলে জানা গেছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভারতে আছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

 

মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ দেশেই রয়েছেন। সাধারণ সম্পাদক আজগর আলী নস্কর দুবাইয়ে বসে আলীশান জীবনযাপন করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাঁতী লীগের সভাপতি শওকত হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন বলে নেতা-কর্মীদের ধারণা। এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ ভারতে অবস্থান করছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভারতে রয়েছেন বলে জানা গেছে। কিছুদিন চুপ ছিলেন। বর্তমানে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ