‘পুষ্পা-২: দ্য রুল’- এর প্রিমিয়ারের সময় পদদলিত হওয়ার ঘটনায় আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি মুভি থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর প্রিমিয়ারে প্রচুর দর্শক জড়ো হয়। সেসময় পিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলা মারা যান এবং তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরেই আল্লুকে যেতে হলো থানা পর্যন্ত।
উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ দ্য রুল’ সিনেমায় পুষ্পা রাজের ভুমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিল। এছাড়াও রয়েছেন জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজ প্রমূখ। সিনেমাটি এরই মধ্যে সবচেয়ে কম সময়ে হাজার কোটি রুপির বেশি আয় করছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম।
সূত্র: হিন্দস্তান টাইমস