একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী বিজয় দিবস পালন করবে। প্রতিবারের মতো এবারও (১৬ ডিসেম্বর) দিবসটিতে দলটির অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের র্যালিতে দলের আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দেবেন।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জামায়াতের দলীয় সূত্র বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদককে জানায়, ধারণা করা হচ্ছে এই প্রথম দলের কোনও আমির বিজয় দিবসের র্যালিতে অংশ নেবেন।
জামায়াত ও শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালি, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত প্রভৃতি।
ঢাকা মহানগর উত্তর জামায়াত বিজয় দিবসে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সংগঠনের প্রচার বিভাগের নেতা কামরুল ইসলাম জানান, বিজয় র্যালি উত্তরা এলাকায় হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের র্যালি সকাল সাড়ে ১০টায় পল্টন মোড়ে শুরু হবে। এতে দলের আমির শফিকুর রহমান নেতৃত্ব দেবেন।
ছাত্রশিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবির ৩ দিনব্যাপী (১৬-১৮ ডিসেম্বর) কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম রবিবার (১৫ ডিসেম্বর) এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—র্যালি ও আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবার গ্রহণ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার, মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ, শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার, জাতীয় ও স্থানীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা।