শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeরাজনীতিহাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এ এফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সবমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুত হননি। তার মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হলো।

বিএনপি মহাসচিব শোক বার্তায় হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।

এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিএম কাদের। 

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হাসান আরিফ ছিলেন একজন মেধাবী আইনজীবী। তিনি একজন আদর্শবান মানুষ হিসেবেই সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ এক আলোকিত সন্তানকে হারালো।

নাগরিক ঐক্যের সভাপতির শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় মান্না বলেন, হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। ‘২৪ এর অভ্যুত্থানের পর আবারও ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্রের অগ্রযাত্রায় হাসান আরিফকে অত্যন্ত প্রয়োজন ছিল। 

এবি পার্টির শোক 

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের নেতারা বলেন, হাসান আরিফ ছিলেন বাংলাদেশের আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

খেলাফত মজলিসের শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু এ তথ্য জানিয়েছেন।

শোকবাণীতে তারা বলেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন প্রাজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনে তৎপর থাকতেন। তার মত একজন গুণী ব্যক্তিকে হারিয়ে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here