রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeখেলার খবরএশিয়া কাপ জয়ীদের জন্য বিসিবির বড় অঙ্কের অর্থপুরস্কার ঘোষণা

এশিয়া কাপ জয়ীদের জন্য বিসিবির বড় অঙ্কের অর্থপুরস্কার ঘোষণা

- Advertisement -spot_img

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশে ফিরে বিসিবি পরিচালকদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা শিরোপা জয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। শোনা যাচ্ছিল, বিসিবির কাছ থেকেও বোনাস পেতে যাচ্ছেন তারা। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো।

গত ৮ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। কাপ জিতে পরের দিন দেশে ফিরে বিমানবন্দরে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সংবর্ধনা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তখন থেকেই বলাবলি হচ্ছিল, বাইরে থেকে দেশে ফিরলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বড় অর্থপুরস্কারের ঘোষণা দিবেন।

আজ শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ সেই ঘোষণা দেন। তিনি জানান, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here