রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeখেলার খবরবার্সেলোনার মাঠে ১৮ বছরে প্রথম জয়ে শীর্ষে অ্যাটলেটিকো

বার্সেলোনার মাঠে ১৮ বছরে প্রথম জয়ে শীর্ষে অ্যাটলেটিকো

- Advertisement -spot_img

হঠাৎ করেই হারিয়ে ফেলা ছন্দ ফিরে পেতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে বার্সেলোনাকে। শনিবার ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তে গোল খেলো। ২-১ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে মাদ্রিদ ক্লাব তাদের কাছ থেকে লা লিগা শীর্ষস্থানও কেড়ে নিলো।

১৮ বছরে প্রথমবার বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জিতলো অ্যাটলেটিকো। এক ম্যাচ হাতে রেখে ৪১ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে। লিগে তিন ম্যাচ জয়খরায় থাকা বার্সেলোনার (৩৮) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে ডিয়েগো সিমিওনের দল।

ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধঘণ্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলকিপার জ্যান ওবলাককে পরাস্ত করেন তিনি।

আধিপত্য দেখালেও স্বাগতিকরা বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি। রাফিনহার চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফারমিন লোপেজের শট পা দিয়ে রুখে দেন ওবলাক।

রবার্ট লেভানডোভস্কিও জাল খুঁজে পাননি। ৬ গজ বক্সের মধ্যে নেওয়া তার দুর্বল শট সহজেই ঠেকান ওবলাক।

গোলমুখের সামনে ব্যর্থ বার্সেলোনা ধাক্কা খায় ৬০তম মিনিটে। বক্সের প্রান্তে মার্ক কাসাদোর দুর্বল ক্লিয়ারেন্সে বল পান রদ্রিগো ডি পল, তারপর নিচু কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ম্যাচে নিজেদের গোলের দ্বিতীয় প্রচেষ্টাতে সমতা ফেরায় অ্যাটলেটিকো।

লিড নিয়েও যখন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার হতাশায় ভুগছিল বার্সা, ঠিক তখনই তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় মাদ্রিদ ক্লাব। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নাহুয়েল মলিনার ক্রসে প্রথমবারের চেষ্টাতেই জালে বল জড়িয়ে দেন বদলি নামা আলেক্সান্দার সোরলোথ। 

তাতে সব প্রতিযোগিতা মিলে টানা ১২তম জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here