সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeখেলার খবরভারতের ম্যাচ আমিরাতে, বাংলাদেশের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি

ভারতের ম্যাচ আমিরাতে, বাংলাদেশের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি

- Advertisement -spot_img

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বেশ দেরিতে হলেও চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। সম্ভবত আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এনিয়ে ঘোষণা আসতে পারে। ওয়ানডে টুর্নামেন্টটি হচ্ছে পাকিস্তানে। কিন্তু ভারত যেতে অপারগতা প্রকাশ করে। শুরু হয় নানা জল্পনা কল্পনা। অনিশ্চয়তার দোলাচলে পড়ে যায় টুর্নামেন্ট আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে এই ওয়ানডে প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের এই ক্রিকেটযজ্ঞে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, এজন্য বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানে আমিরাতের সিনিয়র মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

পিসিবি মুখপাত্র্র আমির মীর বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে পিসিবি।’

আপাতত ‘এ’ গ্রুপের দুই দল পাকিস্তান ও ভারতের ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। তিন দিন পর ২৩ তারিখে আমিরাতে হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। ২ মার্চ ভারতের শেষ গ্রুপ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ভারতের তিনটি ম্যাচই হবে দুবাইতে।

অন্য গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারত ম্যাচ ছাড়া দুই গ্রুপের সবগুলো খেলা হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।

দুটি সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে নেই, দ্বিতীয়টির রিজার্ভ ডে থাকছে। ৯ মার্চ ফাইনালেরও রিজার্ভ ডে আছে।

ভারত টিকিট পেলে প্রথম সেমিফাইনাল হবে আমিরাতে। তারা উঠতে না পারলে ম্যাচটি হবে পাকিস্তানে। ফাইনাল হবে লাহোরে, তবে ভারত উঠলে আমিরাতেই হবে শিরোপার লড়াই।

২০২৭ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি ইভেন্ট আয়োজন করবে, সেগুলোতে পাকিস্তান তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তারা নকআউট ও ফাইনালেও উঠলে ম্যাচগুলো হবে ভারতের বাইরে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here