বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
শিরোনাম:
Homeঅর্থনীতিসাপাহারে জবই বিলে ২৪ তম মৎস্য আহরণের শুভ উদ্বোধন

সাপাহারে জবই বিলে ২৪ তম মৎস্য আহরণের শুভ উদ্বোধন

- Advertisement -spot_img
সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল মৎস্য চাষ উন্নয়ন সমিতির ২৪ তম মৎস্য আহরনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার বিকেল ৫ টায় বাগডাঙ্গা ঘাটে আনুষ্ঠানিক ভাবে নওগাঁ জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল ওই মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা ও সৈকত ইসলাম,নওগাঁ সদর উপজেলার ইউএনও এস এম রবিন শীষ,উপজেলা ভূমি সহকারী কমিশনার আবিদা সিফাত,মৎস্য কর্মকতা রোজিনা পারভীন,শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা  বিএনপির যুগ্ন আহব্বায়ক মোখলেছুর রহমান মুকুল,আব্দুল কাহার মাষ্টার, আব্দুল্লাহ আনছারী,ছাত্রদলের আহব্বায়ক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা পারভীন জানান গত বছরের তুলনায় এবারে বিলে মাছের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবারে এই বিল হতে অনুমানিক (৬শ’৫০মেট্রিকটন) ৬লক্ষ ৫০হাজার কেজি যার আনুমানিক মূল্য ২ কোটি ৭৫লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে যা গতবছরের তুলনায় অনেকাংশে বেশী।
উপজেলার মৎস্যজীবী দলনেতা ইসমাইল হোসেন, আব্দুজব্বার, মহবুল হোসেন,আব্দুল মালেক ও আব্দুন নুর সহ মৎস্যজীবীরা উপস্থিত থেকে বক্তব্য  প্রদান করেন। এবারে বিলে প্রচুর পরিমান মাছের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে সে হিসেবে এখানকার মৎস্য চাষীরা বিল হতে মৎস্য চাষ করে বেশ উপকৃত হবে। আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। আমাদের জালে এপর্যন্ত ২০কেজি ওজনের বোয়াল, ১৫ কেজি ওজনের কাতলা, আইড়, বাগাড়, পাবদা, সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। আজ উদ্বোধনের দিন সাড়ে ৮শ মৎস্যজীবীর কর্টচাল জাল ও ফাসজাল ব্যাবহার করে কয়েক হাজার মানুষ তাদের নৌকা ও জাল দড়ি নিয়ে মৎস্য আহরণে বিলে নেমে পড়েছেন। বিলের উদ্বোধনী দিনে জেলেদের জালে যে পরিমান মাছ ধরা পড়ছে তাতে এখানকার মৎস্য জীবী ও মৎস্য চাষীরা বেশ খুশি।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here