কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। তবে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘বাকু টু গ্রোজনি রুটের একটি বিমান আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এটি আজারবাইজান এয়ারলাইন্সের।’