ট্রাভিস হেড বক্সিং ডে টেস্টে খেলার ছাড়পত্র পেলেন। ম্যাচের আগের দিন বুধবার অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এই খবর নিশ্চিত করেছেন। একাদশে স্যাম কন্সটাস ও স্কট বোল্যান্ডও খেলবেন বলে জানালেন তিনি। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে দুটি পরিবর্তন।
কামিন্স জানান, ‘হেডকে নিয়ে ভালো খবর। সে কালকের ম্যাচ খেলার জন্য একেবারে ফিট। সে খেলবে।’
তৃতীয় টেস্টে হালকা চোট পেয়ে অনিশ্চিত ছিলেন হেড। চলতি সিরিজে ৪০৯ রান করে দুই দলের যা কারও চেয়ে এগিয়ে। তাই তার একাদশে থাকা অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির, আর ভারতের জন্য খারাপ খবর।
এদিকে নাথান ম্যাকসুইনি শেষ দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন। তার বদলে মেলবোর্নে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে খেলতে যাচ্ছেন ১৯ বছরের কনস্টাস। দ্বিতীয় টেস্টের পর আবার দলে ফিরছেন স্কট বোল্যান্ড। কাফ ইনজুরিতে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গায় খেলবেন তিনি।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার) প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।