রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
শিরোনাম:
Homeখেলার খবরবিপিএলের মাঠে আজ থাকবেন শাকিব খান

বিপিএলের মাঠে আজ থাকবেন শাকিব খান

- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শাকিব খানের দলের মালিকানার খবরটি সবারই জানা। এরই মধ্যে দলটির জন্য তৈরি থিম সংয়ের শুটিংয়েও অংশ নিয়েছেন এই তারকা। গতকাল রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানেও ছিলেন। আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলা। এদিন তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। নিজ দলের খেলা শাকিব খান মাঠে বসেই দেখবেন। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের আরেক স্বত্বাধিকারী মিজানুর রহমান।

 

আজ বেলা ১টা ৩০ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

 

বিপিএলের ১১তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খান। সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাঁকে। গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব।

 

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিন ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন। এদিন শাকিব জানিয়েছেন, বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ! সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি একসঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’

 

বিপিএলে দল গড়ার ঘোষণার পর থেকে দেশ ও বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here