জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে জবি শহিদ মিনারের সামনে কর্মসূচি শুরু করেন তারা।
দাবিগুলো হলো-
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
গণঅনশন থেকে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয়, আমরা আমরণ অনশনে থাকব।
অনশনে অংশ নেওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চিঠি চালাচালি তালবাহানা অনেক কিছু হয়েছে। এবার সেনাবাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ দিতেই হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
এদিকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি নিয়ে আপডেট তথ্য জানাতে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনশন কর্মসূচির ঘোষণা দেয় দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।