Home জাতীয় আবারও আসছে শৈত্যপ্রবাহ

আবারও আসছে শৈত্যপ্রবাহ

0
16

শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আজ বুধবার থেকে আবারও দেশব্যাপী ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে।

 

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান পলাশ।

 

পোস্টে তিনি লেখেন, বুধবার (১৫ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

 

মোস্তফা কামাল পলাশ লেখেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ১২টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

 

তিনি আরও লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। আর আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পুরো দেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়ার এই অবস্থা অন্তত ৩ থেকে ৫ দিন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, আগামী শুক্রবার পর্যন্ত শীতের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা পাঁচ-ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

Previous article‘শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই’
Tnews24
"Tnews24" একটি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ প্ল্যাটফর্ম যা 24 ঘন্টা, 7 দিন সারা বিশ্বের সর্বশেষ খবর আপডেট করে রাখে। আমরা আমাদের পাঠকদের সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রদানের জন্য নিবেদিত। আমাদের লক্ষ্য: * সার্বিক সংবাদ: রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, বিনোদন, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের খবর আমরা সর্বপ্রথম আমাদের পাঠকদের কাছে পৌঁছে দেই। * স্থানীয় সংবাদ: আমরা দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় খবর এবং ঘটনাগুলিও কভার করে থাকি। * গভীর বিশ্লেষণ: আমরা বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করি যাতে পাঠকরা বিষয়গুলি আরও ভালভাবে বুঝতে পারেন। * নাগরিক সাংবাদিকতা: আমরা আমাদের পাঠকদের সক্রিয়ভাবে তাদের মতামত এবং তথ্য শেয়ার করার জন্য উৎসাহিত করি। আমাদের অনন্য বৈশিষ্ট্য: * লাইভ আপডেট: আমরা সারা দিন সারা রাত বিভিন্ন খবরের লাইভ আপডেট প্রদান করি। * মাল্টিমিডিয়া কন্টেন্ট: আমরা পাঠকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ভিডিও, ছবি এবং ইনফোগ্রাফিক্স ব্যবহার করি। * সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন: আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকি যাতে পাঠকদের সাথে আরও ভালভাবে যোগাযোগ করা যায়। আমাদের লক্ষ্য হল আমাদের পাঠকদের সর্বোত্তম সংবাদ সেবা প্রদান করা। আপনি যদি নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য সংবাদ খুঁজছেন, তাহলে দ্য নিউজ 24 আপনার জন্য সঠিক জায়গা। আমাদের সাথে যুক্ত হোন এবং সারা বিশ্বের সর্বশেষ খবর সম্পর্কে জানতে থাকুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here