সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা পেয়েছে। অবৈধ বিদেশি কর্মীদের জন্য দেশটির সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, অবৈধ বিদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এ সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ পেয়ে বৈধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।
মুখপাত্র বলেন, ‘আমরা আহ্বান জানাই, যেসব বাংলাদেশি এখনো ইইউতে অনিয়মিত কিংবা অবৈধ আছেন, তাঁরা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত কিংবা বৈধ হোন অথবা জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরত আসার সুযোগ গ্রহণ করুন।’
বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি, চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।’