• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]

পাওয়ার প্লেতে শুরুর ধাক্কা কাটিয়ে মিরাজের ব্যাটে বাংলাদেশের লড়াই

রিপোর্টার নাম: / ৭২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ৪৬ রান। মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার ২৬ ও ১৬ রান করেছেন। তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও লিটন দাস আলজারি জোসেফের শিকার হন ডাক মেরে।

ব্লেডসের সামনে আগ্রাসী মিরাজ

বাংলাদেশের বাজে শুরু পুষিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। জেডিয়াহ ব্লেডসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ২৩ রান তুলে নিয়েছেন অধিনায়ক। সৌম্য সরকারের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েছেন মিরাজ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান।

৩ বলের মধ্যে তানজিদ-লিটন ডাক মারলেন

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখানো তানজিদ হাসান তামিম এবার রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে তিনি শেরফানে রাদারফোর্ডের ক্যাচ হন। ৬০ ও ৪৬ রান করেছিলেন তানজিদ।

একই ওভারে চতুর্থ বলে লিটন দাস স্লিপে ব্র‍্যান্ডন কিংকে ক্যাচ দেন। তিনিও ডাক মারেন। এই সিরিজে পুরোপুরি ফ্লপ লিটন। আগের দুই ম্যাচে ২ ও ৪ রান করেন তিনি।

আলজারি জোসেফের প্রথম ওভারে সৌম্য সরকার জীবন পান। তবে ওয়েস্ট ইন্ডিজ পেসার দ্রুত ২ উইকেট তুলে নিলেন। ৯ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।

জীবন পেলেন সৌম্য

ইনিংসের চতুর্থ বলে স্লিপে ব্র‍্যান্ডন কিংয়ের হাত ফসকে জীবন পেলেন সৌম্য সরকার। আলজারি জোসেফ ছিলেন বোলিংয়ে। ২ ওভার শেষে বাংলাদেশের রান ৯।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও টস হেরেছে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। গত ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ বছরে প্রথম কোনও সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফলে ১০ বছরের মধ্যে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের শঙ্কার মধ্যে পড়েছে তারা।   

একাদশে কারা

বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে তিনটি। ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম সাকিব। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

আগের ম্যাচ জয়ের নায়ক জেইডেন সিলস অবশ্য এই ম্যাচ থেকে ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে এসেছেন আলজারি জোসেফ। সিরিজ নিশ্চিত হওয়ায় দুজনের অভিষেকও হচ্ছে। এসেছেন জেডিয়াহ ব্লেডস ও আমির জাংগুর। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আমির জাংগু, কেসি কার্টি, শাই হোপ, আলিক আথানেজ, শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ