• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব, ইংল্যান্ডে খেলতে বাধা নেই

রিপোর্টার নাম: / ৯৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসানকে কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। তবে চলতি বছর কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বিশেষজ্ঞদের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সপ্তাহখানেক পর পাওয়া গেছে ফল, তার বোলিং অ্যাকশনে কোনও ত্রুটি পাওয়া যায়নি।

৯ থেকে ১২ সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব। সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

পরে পরীক্ষায় বসতে হয়েছে সাকিবকে। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয়েছে তাকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে কোনও ত্রুটি পাওয়া যায়নি। তাই তার ওপরে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। তাতে করে ইংল্যান্ডে খেলতে আর বাধা নেই বাঁহাতি অলরাউন্ডারের। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ