যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি লুক্সেমবার্গে সরকারি সফরে একটি অনুষ্ঠানে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
৮৪ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রথম নারী হিসেবে প্রতিনিধি স্পিকারের দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক ককাসের নেতৃত্ব দিয়েছেন।
পেলোসির মুখপাত্র ইয়ান ক্রাগার এক বিবৃতিতে বলেন, লুক্সেমবার্গে ব্যাটল অব দ্য বাল্জের ৮০তম বার্ষিকী স্মরণে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগদানকালে একটি দ্বিপক্ষীয় কংগ্রেসনাল প্রতিনিধি দলের সঙ্গে ভ্রমণের সময় ন্যান্সি পেলোসি আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের কাছ থেকে চমৎকার সেবা পাচ্ছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন।
২০২৩ সালে স্পিকার পদ থেকে সরে দাঁড়ালেও পেলোসি প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি নতুন দুই বছরের মেয়াদে নির্বাচিত হন।
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ন্যান্সি পেলোসি। এছাড়া, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির চার বছরের মেয়াদে তার সঙ্গে বিতর্কিত সম্পর্কের জন্য তিনি আলোচিত। বিশেষ করে ২০২০ সালে জাতীয় টেলিভিশনে ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ ছিঁড়ে ফেলার ঘটনাটি বেশ সমালোচনার জন্ম দেয়।
পেলোসি ওয়াশিংটন ডিসির রাজনীতিতে সাতটি প্রেসিডেন্সিয়াল প্রশাসনজুড়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। তিনি প্রথমবার প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। পরে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পর পুনরায় স্পিকারের দায়িত্বে আসেন।
২০২২ সালে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে রিপাবলিকানরা আবারও নিয়ন্ত্রণ নেয়। ২০২৩ সালে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর পেলোসির রাজনৈতিক ভূমিকা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।