• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ইংল্যান্ডে সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ

রিপোর্টার নাম: / ৮৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত সব ধরনের প্রতিযোগিতার বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। এই মাসের শুরুতে লাফবোরো ইউনিভার্সিটিতে করা স্বাধীন পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এমন তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফো।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একমাত্র ম্যাচ খেলেন সাকিব। সেই ম্যাচে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়। আম্পায়াররা তার বোলিং অ্যাকশনকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন।

এই নিষেধাজ্ঞার থেকে রেহাই পেতে সাকিবকে আবার তার বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের পরীক্ষায় বসতে হবে সাকিবকে। তার বোলিংয়ের সময় কনুই বাঁকা থাকতে হবে ১৫ ডিগ্রির মধ্যে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর থেকে, যেদিন ইসিবি লাফবোরো ইউনিভার্সিটি থেকে পরীক্ষার রিপোর্ট পেয়েছে।

২০১০-১১ মৌসুমের পর প্রথমবার কাউন্টি ক্রিকেটে খেলেন সাকিব। টন্টনে সারের হয়ে ওই ম্যাচে ৯ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে ক্যারিয়ারে প্রথমবার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ শোনেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ