• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো আর্সেনাল

রিপোর্টার নাম: / ৮২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

এভারটনের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনাল। সুযোগ যে কয়েকটি পেয়েছে, তাও নষ্ট হয়েছে। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করতে হয়েছে গানারদের।

শনিবার এমিরেটস স্টেডিয়াম থেকে এভারটন এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। আগের ম্যাচে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্সেনাল এবার পয়েন্ট ভাগাভাগি করেছে গোলশূন্য থেকে।

স্বাগতিকরা বল দখলে আধিপত্য ধরে রাখলেও আক্রমণে সেভাবে জ্বলে উঠতে পারেনি আর্সেনাল। বরং এভারটন কিপার জর্ডান পিকফোর্ড দারুণ কয়েকটি সেভে প্রায় সময় তাদেরকে হতাশ করেছে। অন্যদিকে এভারটন আর্সেনাল কিপার ডেভিড রায়াকে এতটুকু বিপদে ফেলতে পারেনি।

বিরতির পরও আর্সেনাল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পায়নি। আধিপত্যকে জয়ে রূপ দিতে পারেনি গানাররা।

মিকেল আর্তেতার দল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। রবিবার ব্রেন্টফোর্ডকে স্বাগত জানাবে ব্লুরা। এভারটন ১৫ পয়েন্ট নিয়ে ১৫তম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ