• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাটোরে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন সালমান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলায় গেস্খফতার-১ নড়াইল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের পাল্টাপাল্টি সিদ্ধান্তে ভোগান্তিতে রুগীরা শৈলকুপায় বিষধর সাপের পানি খাওয়াতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক টিসিবির পণ্য মোড়ক বদলে বিক্রি করায় নড়াইলে দোকানিকে জরিমানা ভাটায় যাত্রা! জোয়ারের সময় বেঁধে রাখা! জোয়ার-ভাটার সাথে জীবনটা বাঁধা নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন নড়াইলে সড়ক দুর্ঘটনায় হুসাইন নামের শিশু নিহত

এনআইডি সেবায় দুর্নীতি: দুদকের অভিযানে আটক ২

রিপোর্টার নাম: / ৪৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুজনকে আটক করে করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।সকাল ১১টার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীর জানান, দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে কারা সম্পৃক্ত রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে গণমাধ্যমে নভেম্বরে ‘ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে’ এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে দুদক একটি টিম পাঠিয়েছে। তারা ইসি সচিবালয়ের চারদিকে রেকি, তদন্ত করে। এসময় তারা দুজনকে ধরতে পারেন, যারা ইসির অফিসের কেউ নয়, দালাল প্রকৃতির।

ডিজি বলেন, দুদক টিমের সাথে কথা বলে জানতে  পেরেছি- ওই দুজন তাদের মোবাইল থেকে আরও দুজনের সাথে যোগাযোগ করে। একজনের মোবাইল এখন বন্ধ, আরেকজন মোবাইল রেখেই পালিয়ে যায়। ওই মোবাইল থেকে আমরা চেষ্টা করছি জানতে আমাদের ভেতরের কারা জড়িত।

বৃহস্পতিবারের একটি ঘটনা তুলে ধরে এনআইডি ডিজি জানান, সেবা নিতে আসা লোকজনের কাগজপত্র প্রিন্ট দেওয়ার সময় বিষয় ঘটেছে। এসব কাজে কেউ কেউ সম্পৃক্ত। ইসির চিঠিপত্র আদানপ্রদান করেন, প্রকল্পের স্টাফ এমন কয়েকজনের নাম বলেছেন, তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে তারা এনআইডি প্রকল্পের জনবল।

তিনি আরও বলেন, এনআইডি সেবা নিয়ে ইসি সচিবালয়ের লোকবল ও উইংয়ের প্রকল্পের লোক সম্পৃক্ত থাকে। আমাদের প্রকল্পের কেউ বা আমাদের ভেতরের কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগও রয়েছে। ওইটাই এখন খুঁজে বের করছি।

সকাল ১১টার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। দুদক সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, “আমরা সেবাগ্রহীতা সেজে ভবনের চারপাশে ছদ্মবেশে গতিবিধি পর্যবেক্ষণ করেছি। পাশের কম্পিউটার দোকানগুলোয় এনআইডি কারেকশন করার কথা বললে তাদের কাছে অ্যামাউন্ট দাবি করা হয়—এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। কিছু লেনদেনের অভিযোগ রয়েছে, আমরা যাচাই-বাছাই করবো, ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে প্রতিবেদন দেওয়া হবে।”

তিনি জানান, ইসি সচিবালয়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার জড়িত থাকার কথা এসেছে। পুরোপুরি তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। ইনিশিয়াল স্টেজে প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে শনাক্ত করছি। চ্যানেলওয়াইজ যা হচ্ছে, তা যাচাই করা হচ্ছে। কিছু এমপ্লয়ির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে, তাদের অ্যাকাউন্ট যাচাই-বাছাই করছি।

আরও পড়ুন:

এনআইডি সংশোধনের চার লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ