২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম ঘোষণার আটদিন পর বৃহস্পতিবার ২০২৫ ও ২০২৭ কনকাকাফ গোল্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে সৌদি আরব।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল চ্যাম্পিয়নশিপে ১৬ দেশ অংশ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-কানাডার ১১টি শহরে ১৪টি ভেন্যুতে আগামী বছর ১৪ জুন থেকে ৬ জুলাই হবে এই প্রতিযোগিতা।
আগামী ১০ এপ্রিল হবে গ্রুপের ড্র। কানাডা, কুরাকাও, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র পরবর্তী আসরে খেলার যোগ্যতা লাভ করেছে।
এর আগে কনকাকাফ গোল্ড কাপে আমন্ত্রিত অতিথি হিসেবে খেলেছিল ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া।
গত আসরে রেকর্ড নবম শিরোপা জিতেছিল মেক্সিকো। সাতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র শেষবার ট্রফি পেয়েছিল ২০২১ সালে।