• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৭ 

রিপোর্টার নাম: / ৭৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ব্রাজিলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির মিনাস গেরাইস রাজ্যে শনিবার (২১ ডিসেম্বর) একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

টিয়োফিলো ওটোনি শহরের নিকটবর্তী হাসপাতালে আরও ১৩ জনকে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে।

এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সেই গাড়ির তিনজন যাত্রীই প্রাণে বেঁচে গেছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার ফলে বাসটিতে আগুন ধরে যায় বলে রয়টার্সের সূত্রে জানা গেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে সড়কজুড়ে মোচড়ানো ও পুড়ে যাওয়া ধাতব অংশ, বাসের ছিন্নভিন্ন আসন ও যাত্রীদের কম্বল পড়ে থাকতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলকর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এক দমকলকর্মী জানান, দুর্ঘটনাস্থলে চাপা পড়ে থাকা মৃতদেহ বের করতে একটি ক্রেনের প্রয়োজন হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।  এটি ল্যাটিন আমেরিকার অন্য দেশ আর্জেন্টিনার মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। সেখানকার মৃত্যুহার প্রতি ১ লাখে ৮ দশমিক ৮। 

২০৩০ নাগাদ সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রাজিল সরকার। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ