• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাটোরে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন সালমান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলায় গেস্খফতার-১ নড়াইল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের পাল্টাপাল্টি সিদ্ধান্তে ভোগান্তিতে রুগীরা শৈলকুপায় বিষধর সাপের পানি খাওয়াতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক টিসিবির পণ্য মোড়ক বদলে বিক্রি করায় নড়াইলে দোকানিকে জরিমানা ভাটায় যাত্রা! জোয়ারের সময় বেঁধে রাখা! জোয়ার-ভাটার সাথে জীবনটা বাঁধা নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন নড়াইলে সড়ক দুর্ঘটনায় হুসাইন নামের শিশু নিহত

চিরকুটে আবার ছন্দপতন!

রিপোর্টার নাম: / ৩৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

‘চিরকুট’ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড। তবে হঠাৎ করেই ব্যান্ডটিতে ঘটেছে ছন্দপতন। 

‘চিরকুট’ ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহিদ নিরব। জানা গেল, তিনি ব্যান্ড ছেড়েছেন। এখন থেকে দলটির কী-বোর্ড বাজাতে আর দেখা যাবে না জাহিদ নিরবকে। 

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন দলটির অন্যতম প্রধান সদস্য শারমীন সুলতানা সুমী। গণমাধ্যমকে সুমী বলেন, ‘কয়েক বছর ধরে নিরব আমাদের সঙ্গে ছিলো। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা থাকবে সবসময়।’

২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। তিনি ছিলেন ব্যান্ডটির নিয়মিত সদস্য। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। তার আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। জাহিদ নিরব শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু হয় ‘চিরকুট’ ব্যান্ডের যাত্রা। এরপর অনেকে গেছেন, অনেকে এসেছেন। লম্বা সময় সঙ্গে থেকে ব্যান্ডিটিকে সমৃদ্ধ করেছিলেন পিন্টু ঘোষ, ইমন চৌধুরী ও জাহিদ নিরব। এদের মধ্যে এখন একমাত্র সুমীই আছেন ব্যান্ডটি আঁকড়ে ধরে।

২০১৬ সালে ‘চিরকুট’ ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ায় মনোযোগী হন পিন্টু ঘোষ। এরপর ব্যান্ডটি আবার একটু একটু করে গুছিয়ে নেয়। কিন্তু এরপর ২০২৩ সালে ব্যান্ডটি ছেড়ে যান ইমন চৌধুরী। এবার ব্যান্ড ছাড়লেন জাহিদ নিরব। নতুন লাইনআপে ‘চিরকুট’ এদিকে ব্যান্ড সদস্যের না থাকার খবরের মধ্যে নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ব্যান্ডের ফেসবুক পেজে থেকে ‘জানা হলো না’ শিরোনামের গান প্রকাশের ঘোষণা আসে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসার হিসেবে আছেন পাভেল আরীন।

‘চিরকুট’ ব্যান্ডের বর্তমান লাইনআপ—শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার) ও ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি–বোর্ডস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ