• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টে থাকছে বাংলাদেশও!

রিপোর্টার নাম: / ১১২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ভারত ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝেও চলছে উন্মাদনা। তবে মাঠে থাকছে বাংলাদেশও! লাল সবুজের প্রতিনিধি হয়ে সিরিজের বাকি দুই ম্যাচের আম্পায়ারিংয়ে থাকছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে টেস্টের সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত। ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে। সেই ম্যাচে বাংলাদেশি আম্পায়ার মাঠেই দায়িত্ব পালন করবেন। 

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল।

ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে দুই দলের ব্যাটাররা। মানে শতভাগ সফল ছিলেন তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ