• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে: আসিফ মাহমুদ

রিপোর্টার নাম: / ৬৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।

 

আজ রাজধানীর কলাবাগান খেলার মাঠে শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো; তাদের আমরা সর্বদা স্মরণে রাখবো।

 

তিনি বলেন, সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও আমরা এই সময়ের মধ্যে চোখে পড়ার মতো খেলার মাঠ উদ্ধার করতে পারবো বলে আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা নর্থ সিটিকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে, যাতে করে সকল নগরবাসীর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ