• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে’

রিপোর্টার নাম: / ১০২ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ফিডার রোডে থ্রি উইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে।’তিনি বলেন, ‘চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের সহযোগে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে।’এদিকে, ঈদে খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন তিনি। সেইসঙ্গে চালকদেরকে ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ওভারটেকিং থেকে বিরত থাকা এবং দ্রুতগতিতে গাড়ি চালাতেও অনুরোধ করেন তিনি।লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালানো এবং ঈদের দিন গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য মালিকদের নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।পরে তিনি মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ