• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাটোরে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন সালমান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলায় গেস্খফতার-১ নড়াইল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের পাল্টাপাল্টি সিদ্ধান্তে ভোগান্তিতে রুগীরা শৈলকুপায় বিষধর সাপের পানি খাওয়াতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক টিসিবির পণ্য মোড়ক বদলে বিক্রি করায় নড়াইলে দোকানিকে জরিমানা ভাটায় যাত্রা! জোয়ারের সময় বেঁধে রাখা! জোয়ার-ভাটার সাথে জীবনটা বাঁধা নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন নড়াইলে সড়ক দুর্ঘটনায় হুসাইন নামের শিশু নিহত

মহাখালীতে বাস কাউন্টার দখলের হরিলুট: সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট / ১৫৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রাজধানীর মহাখালীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী-বনানী সড়ক বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাখালী টার্মিনালের অদূরে (টার্মিনালের বাইরে) একটি ভবনে থাকা বাস কাউন্টার দখল নিয়ে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপির আজাদ ও আক্তার গ্রুপে ঝামেলা হয়। এক গ্রুপ বলছে, তারা নতুন করে ভবনে থাকা বাস কাউন্টার ভাড়া নেওয়ার চুক্তি করেছেন। আরেকপক্ষ বলছেন, আগে থেকেই তাদের চুক্তি রয়েছে। এ নিয়ে আক্তার গ্রুপের লোকজন একজন শ্রমিককে মারধর করেন। এর জেরে রাত ১০টার দিকে শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কে বাস আড়াআড়ি করে দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তেজগাঁও, গুলশানসহ আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাত ১১টায় অবরোধ সরিয়ে নেন তারা।

বিলাস পরিবহনের মালিকপক্ষের একজন এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বলেন, ওই ভবনে আগে এনা পরিবহনের (ঢাকা-সিলেট রোডের গাড়ি) কাউন্টার ছিল। সম্প্রতি ভবন মালিক ৩০ লাখ টাকা অগ্রিম নিয়ে বিলাস পরিবহনকে ভাড়া দিয়েছেন। মাসিক ভাড়া দুই লাখ টাকা। গত শুক্রবার এনা পরিবহন ভবন ছেড়ে দিয়েছে। এরপর শনিবার বিলাস পরিবহনের ব্যানার টানানো হয়েছে ওই কাউন্টারে। আওয়ামী লীগ নেতা ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্যাহ শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়েছেন। ঢাকা-সিলেট রুটে এনার বাস চালাচ্ছেন ভাসাবীর মালিক বিএনপি নেতা কামাল জামান মোল্লা। রোববার জামানের নির্দেশে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার অস্ত্রশস্ত্র নিয়ে ওই কাউন্টার দখলে নেন। বিলাসের সাইনবোর্ড ফেলে দেন তারা। একজন শ্রমিককে মারধর করে তারা। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভবন মালিকের সঙ্গে আমার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। মালিককে ভয় দেখিয়ে চুক্তির কাগজ তৈরি করেছেন বিলাস পরিবহনের মালিকরা। আমি বিদেশে থাকায় ঢাকা-সিলেট রুটে এনা পরিবহনের বাস দেখভালের দায়িত্ব নিয়েছেন জামান। চুক্তি অনুযায়ী কাউন্টার ভবনের ভাড়াটে এখনো এনা পরিবহন। তাই জামান সেটির দখল বুঝে নিতে গিয়েছেন। কিন্তু বিলাস পরিবহন সেটি অবৈধভাবে দখল করে রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ রাত ১২টায় সমকালকে বলেন, কাউন্টারটি কারো দখলে থাকবে না বলে জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত এটি পুলিশ ব্যবহার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ