• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]

২০২৭ বিশ্বকাপে খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

রিপোর্টার নাম: / ২৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
২০২৭ বিশ্বকাপে খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

শেষ দুই বছর ধরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গেছে বাংলাদেশ। জয় আসছে কালেভদ্রে।

আইসিসির নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সামনে সময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে উঠে আসার। সেটা না করতে পারলে বাছাইপর্বে খেলতে হবে দলকে।

২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ৮ দল খেলবে সরাসরি, বাকি ৬ দল আসবে বাছাইপর্ব থেকে। মাত্র ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করার ফলে সরাসরি খেলা নিয়ে সংশয় জেগেছে।

আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা আছে।

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আসতে পারে ভারতও। সে সব সিরিজে জিততে, পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তানের মতো দলকেও বাজে পারফর্ম করতে হবে। তাহলেই আগামী বিশ্বকাপের আগে বাছাইপর্বের ঝক্কি এড়াতে পারবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ