ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামান্না আক্তার (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন।
তামান্না নেত্রকোনা জেলার মদন উপজেলার কদম শ্রী গ্রামের মেরাজ আলীর মেয়ে।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন জানান, তামান্না ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিল সে। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যায়।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২২ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৪ জন এবং শিশু একজন। সবাইকে আন্তরিকতার সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে।