আয়ারল্যান্ডে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রবিবার (১৫ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
আয়ারল্যান্ডের ‘কট্টর ইসরায়েলবিরোধী নীতি’র সমালোচনা করে দূতাবাস বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার । এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সীমা অতিক্রম করেছে আয়ারল্যান্ড।
এর আগে মে মাসে, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ও স্লোভেনিয়া রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে ডাবলিন থেকে ফিরিয়ে নেয়।
এদিকে, আয়ারল্যান্ডের মন্ত্রিসভা গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবে তারা। ওই মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজার জনগণের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, গণহত্যার সংজ্ঞাকে সীমিতভাবে ব্যাখ্যা করলে বেসামরিকদের সুরক্ষা উপেক্ষিত হয়। আর এর ফলে দায়মুক্তির সংস্কৃতি গড়ে ওঠে।
তবে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সায়মন হ্যারিস ‘গভীরভাবে দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, তাদের অভিযোগ, আয়ারল্যান্ড নাকি ইসরায়েল বিরোধী। তাদের এই অভিযোগ আমি প্রত্যাখান করছি। আমরা শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পক্ষে।