নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন অপকর্মেও হোতা একাধিক মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি ও দোকান দখল, বাড়ি ও দোকান ভাংচুর-লুটপাট এবং অত্যাচার নির্যাতনের শিকার স্থানীয় জনগন মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে গোবরা বাসষ্টান্ডে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে অত্যাচারের শিকার সাধারণ মানুষের আয়োজনে এ কর্মসূচি পালন হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন ভূক্তভোগি বৃদ্ধ আবুল হোসেন, সুমা বেগম, বিল্লাল শেখ, দাউদ মোল্যা, পটুরাম বৈরাগী, নিউটন গাজী প্রমুখ।
এদিকে ঝিনাইদহে এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি খুলনার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার স্ত্রী, এক মেয়ে ও ঘনিষ্ট একজন উজ্জ্বলের বাড়িতে ১৯ তারিখ থেকে অবস্থান করছিল বলে অভিযোগ উঠেছে। উজ্জ্বল তার এক প্রবাসী আতœীয় লিটন ভূইয়ার কাছে ভয়েস ম্যাসেজ ক্লিপটি পাঠয়িছিলেন। এ ম্যাসেজ ক্লিপটি একটি টেলিভিশন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
বক্তারা বলেন, উজ্জ্বল শেখ দীর্ঘ ৫ বছর ধরে এলাকায় রাম রাজত্ব কায়েম করেছে। এমন কোনো অপকর্ম নেই যা সে করছে না। তার কারণে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস, ব্যবসা-বানিজ্য, জায়গা-জমি ক্রয়, চাষাবাদ, ছাগল-গরু পালন, স্বাধীনভাবে কোনো কিছু করতে পারছে না। ভ’ক্তভোগিরা এই উজ্জ্বল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির এবং দোকান, জায়গা-জমি, গরু-ছাগল, টাকা ফেরত পাবার দাবি করেন।
বিল্লাল শেখ বলেন, উজ্জ্বল শেখকে চাঁদা না দেওয়ায় তার স্ত্রীর হাত-পা ভেঙ্গে দিয়েছে এবং একটি চাষের জমি দখল করেছে।
গোবরা বাজারের ধান ব্যবসায়ী দাউদ মোল্যা বলেন, উজ্জ্বল চেয়ারম্যানকে ৩ লাখ চাঁদা না দেয়ায় তার মাঠের একটি জমিতে দিচ্ছে না।
গোবরা বাজারের পটুরাম বৈরাগী বলেন, দেড় বছর ধরে গোবরা বাজারে তার ১০টি দোকান ঘরের ভাড়া তুলে খাচ্ছে উজ্জ্বল চেয়ারম্যান ও তার লোকজন।
গোবরা এলাকার শওকত শেখের স্ত্রী সুমা বেগম বলেন, উজ্জ্বল ও তার লোকজন কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে তার বড়ো বড়ো ৪টি গরু ও ৩টি ছাগল জোরপূর্বক ধরে নিয়ে গেছে।
গোবরা বাসষ্টান্ড এলাকার উজ্জ্বল শীল বলেন, গোবরা বাসষ্টান্ডে তার ৬টি দোকান ঘর দখল করে রেখেছে উজ্জ্বল চেয়ারম্যান। তাকে ১০ লাখ টাকা অথবা ৪ শতাংশ জমি লিখে না দিলে এ দখল ছাড়বে না।
প্রসঙ্গত,রোববার (২ জুন) রাতে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গোবরা গ্রামে নিউটন গাজীর (৩৮) প্রাইভেটকার পুড়িয়ে দেয়। তার বাড়িতে প্রবেশ করেআসবাবপত্র ভাঙচুর,এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় এক লাখ টাকা লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় নিউটনের বৃদ্ধ বাবা, স্ত্রী, দু’ শিশুপুত্র এবং এক প্রতিবেশিকে মারপিটের অভিযোগ ওঠে। ২১ মে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিউটন আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আ’লীগ নেতা আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল শেখ পরাজিত প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদের পক্ষে কাজ করেন।
এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশ মঙ্গলবার (৪ জুন) সদরের সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জ্বল শেখ (৩৭) তার সহযোগী আঃ রাজ্জাককে (৩৯) গ্রেফতার করে পুলিশ।
এদিকে, উজ্জ্বল শেখের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দোকান ও জমি দখল,বাড়ি ভাংচুর ও লুটপাট,সরকারি গাছকাটাসহ বিভিন্ন অপকর্মেও অভিযোগ রয়েছে। ২০২১ সালে সিঙ্গাশোলপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান ও তার আতœীয় ১০টি পরিবারকে উজ্জ্বল চেয়ারম্যান একঘোরে করে রেখেছে। এখনও তারা উজ্জ্বলের ভয়ে বাড়ি ছাড়া।
সিঙ্গাশোলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিত সাহা পিযুষ বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে আজকের যে প্রতিবাদ তা এলাকার ভূক্তভোগি মানুষেরা করেছে। আমাদের মুখ খোলার মতো কোনো অবস্থা নেই। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৭টি চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে বুধবার (৫ জুন) সন্ধ্যার পর এলাকায় স্থানীয় মানুষদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ঝিনাইদহের এমপি আনার হত্যা মামলার আসামি খুলনার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার স্ত্রী, সন্তান ও একজন উজ্জ্বলের বাড়িতে ছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরণের একটি আমরা শুনেছি তবে এর কোনো সত্যতা পাইনি।