কিংস বসুন্ধরা তাদের পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে। ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দল। এই ম্যাচে বসুন্দ্রের গোলরক্ষক আনিসুর রহমান জিকো চোট পেয়ে মাঠ ছাড়েন। শনিবার (৪ মে) অন্য দুটি খেলায় শেখ রাসেল ফোর্টিসকে ২-১ গোলে এবং বাংলাদেশ পুলিশ রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে।
বুসুন্দরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচকে বলা যেতে পারে অসম লড়াই। কারণ অ্যাসোসিয়েশন ফুটবলের আগমনের পর থেকে বসুন্ধরা কখনোই আবাহনীর কাছে হারেনি। কিংস এরিনায় আবাহনীর বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখেন তারা।
হাফের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় কিংস। খেলার পাঁচ মিনিটে আবাহনীর ডি-বক্স থেকে রাকিব হোসেন গোল করে চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। আবাহনী একই ফলাফল অর্জন করতে চেয়েছিল কিন্তু 17 মিনিটে তারা একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। কর্নেলিয়াস স্টুয়ার্টের হেড আটকে দেন বিশ্বনাথ ঘোষ।