‘পদ্মপুরাণ’ সিনেমা মুক্তির পরও আমার চুল ছোট ছিল। এর পর থেকেই অভিনয়ে বিরতি নিয়েছিলাম। তবে মাঝখানে ছোট চুল নিয়েই কিছুদিন যমুনা টেলিভিশনের ‘শোবিজ টু নাইট’ উপস্থাপনা করি। এর মধ্যে কোভিড এল; সব মিলিয়ে তিন বছর বিরতির পর পুরোদমে এবার অভিনয়ে ফিরেছি। ফিরে রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমায় কাজ করেছি। ছবিটি ঈদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘মিশন হান্টডাউন’–এও কাজ করেছি। স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্যাসেঞ্জার করেছি।