মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
শিরোনামঃ
||নড়াইলে হরিলীলামৃত স্কু্লের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান ও আলোচনা সভা||মধ্যরাতে হোটেলে রুমের কড়া নাড়তেন এক অভিনেতা: মল্লিকা||আগে সংস্কার, পরে নির্বাচন: জামায়াতের আমির||নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা||শৈলকুপা সিটি কলেজের শিক্ষকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত||বিশ্ব শিক্ষক দিবসে দি নড়াইল এডুকেশন সোসাইটি গুণী শিক্ষক সম্মাননা||শিক্ষার মান উন্নত করতে সকলকে এগিয়ে আসতে হবে: শারমিন আক্তার||ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ গেল ৩৪ জনের||সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে||নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু||আবার মা হচ্ছেন কোয়েল মল্লিক||দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত নয়: ডা. শফিকুর রহমান||তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন রশিদ খান||ইরানের তেল খনিতে হামলা নিয়ে আলোচনা চলছে: বাইডেন||গুচ্ছের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শনিবার থেকে, ক্লাস শুরু ২০ অক্টোবর
Homeরাজনীতিউপজেলা নির্বাচনী জেরে নড়াইলে সহিংসতায় বাড়ি ভাঙচুর

উপজেলা নির্বাচনী জেরে নড়াইলে সহিংসতায় বাড়ি ভাঙচুর

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দুজন। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নবনির্বাচিত চেয়ারম্যান গ্রুপের লাহুড়িয়া (তালুকপাড়া) গ্রামের গিয়াস উদ্দীন মোল্যা ও সাবেক চেয়ারম্যান গ্রুপের ওই গ্রামের ডহপাড়ার  তরিকুল মোল্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দীন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম আনারস প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম এ হান্নান (রুনু) হেলিকপ্টার প্রতীক নিয়ে পরাজিত হন। নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
শনিবার রাতে উপজেলার লাহুড়িয়া গ্রামে পরাজিত প্রার্থী এম এ হান্নান রুনু ও সদ্য নির্বাচিত রোম চেয়ারম্যান সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মো. দাউদ হোসেন গ্রুপের মধ্যে বিরাজমান উত্তেজনা ও বাকবিতণ্ডার জেরে লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বর্তমান চেয়ারম্যান সমর্থিত গিয়াস উদ্দীন মোল্যার ওপর হামলা চালায় সাবেক চেয়ারম্যানের সমর্থিত লোকজন। আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে নব নির্বাচিত রোম চেয়ারম্যান সমর্থিত দাউদ গ্রুপের লোকজন সংঘবদ্ধভাবে রাত সাড়ে ১১টার  দিকে ডহরপাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান সমর্থিত লোকজনের অন্তত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর করে গবাদি পশু লুটপাট চালায়। এতে ওই এলাকার তরিকুল মোল্যা গুরুতর আহত হলে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আবার রুনু চেয়ারম্যান গ্রুপ একত্রিত হয় দাউদ গ্রুপের একটি বাড়িতে ভাঙচুর চালায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দীন বলেন, ঘটনার পরপরও এসপির নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একাধিক টিমের সমন্বয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
সর্বশেষ খবর
আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here