নিজস্ব প্রতিবেদকঃ
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বৈশ্বিক মতামতের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাধারণ জনগণও কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলাকে বয়কটের আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই কোমল পানীয়ের বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়।
যেহেতু এতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শরফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা, তাই অনেকেই মনে করেন এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। কিন্তু পরে দেখা গেল তিনি এই কাজটি করেননি। তবে জনগণের প্রতিক্রিয়া ভর্তুকি দেয়নি। তারা বাণিজ্যিক অভিনেতাদের বয়কটের ডাক দিয়েছে। আর এতেই প্রভাবিত হয়েছেন নির্মাতা অমি।
ব্যাচেলর পয়েন্টের জন্য পরিচিত এই প্রযোজক এটি সম্পর্কে জাতীয় গণমাধ্যমের সাথে কথা বলেছেন।
কাজল আরেফিন অমি বলেন, বিজ্ঞাপনটি নিয়ে আলোচনা দেখলাম। মানুষ আমাকে ভুল বোঝে। বিভিন্ন প্রতিক্রিয়া আছে। তবে স্পষ্ট করে বলতে চাই, আমি এই বিজ্ঞাপনের সাথে জড়িত নই।
তিনি আরও বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছেন। এটি আমার কাজেও প্রভাব ফেলে। তবে আমি মনে করি এই বিজ্ঞাপনী সংস্থার প্রতি সবারই সাড়া দেওয়া উচিত। যে আমাকে পছন্দ করে সে জানে যে আমি আমার কাজের ক্ষেত্রে মানুষের মূল্যবোধ, পছন্দ-অপছন্দ বিবেচনা করি।
এই নির্মাতা বলেছেন: শিমুল আমার সহকারী পরিচালক। তিনি একদিন জানালেন, জীবন ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করবেন। কিন্তু এই গল্পটা আমি তখন শুনিনি। কারণ আমি ফিমেল ৪ এডিটিং নিয়ে ব্যস্ত। পরে বিজ্ঞাপনটি দেখে শিমুলের সঙ্গে কথা বলি আমি । আমি তাকে বললামঃ তোমার ভুল হয়েছে । মানুষ এটা ভালোভাবে নেবে না। তুমি সবার কাছে ক্ষমা চাও। তোমার অবস্থান স্পষ্ট করো । সে সেটিই করেছে। এমনকি জীবন ভাই তার বক্তব্য পরিষ্কার করেছেন।