রাজশাহীর চারঘাট থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
২৪ মার্চ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুর রহিম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার নিয়ে ১২.১০ ঘটিকার সময় চারঘাট মডেল থানাধীন হলিদাগাছি গ্রামস্থ সরদা রেল স্টেশনের উত্তর পাশে হলিদাগাছি বাজার হইতে চামটা গামী পাকা রাস্তার উপর হইতে চক মোক্তারপুর (চকপাড়া) খলিলুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মোবারক হোসেন (৪০) কে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(গ) আইনে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।