আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারি শিক্ষক মো. আল আমিন স্বাধীন।
তিনি শ্রীমঙ্গল উপজেলার মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে ২০১৮ এবং ২০১৯ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।
তিনি সিলেট এমসি কলেজ থেকে ব্যাবস্থাপনা বিষয়ে মাষ্টার্স করেন ২০১১ সালে। পরে বিএড ও এমএড করেন। আল আমিন উপজেলা স্কাউট লিডার ও মৌলভীবাজার জেলার আইসিটি মাষ্টার ট্রেইনার। তিনি তিনবার শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন। এছাড়াও তিনবার মাইক্রোসফট এক্সপার্ট নির্বাচিত হন। নতুন শিক্ষাক্রম ২০২১ এর তিনি উপজেলা মাস্টার ট্রেইনার।