বিনোদন জগতে ‘ভাইরালম্যান’ হিসেবে পরিচিত জায়েদ খানকে দিনের পর দিন ভীষণ ব্যস্ত মনে হচ্ছে। আজ দেশে তো কালকে বিদেশে । মাঝে মাঝে সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন করছেন। ‘বিড়ি’ গানের তালে মঞ্চে নেচে দর্শকদের বিনোদিত করেন তিনি। তিনি তার স্বাক্ষর ডিগবাজি পদক্ষেপও করেন। জায়েদ খান একসময় শিল্পী সমিতি নিয়েই বেশ আলোচনায় ছিলেন।
কিন্তু এখন তিনি বিজ্ঞাপন, প্রচার, মঞ্চে উপস্থিতি, প্রদর্শনী উদ্বোধন এবং নতুন ইভেন্টের মাধ্যমে মানুষকে হাসায়। ঈদে জায়েদের চলচ্চিত্র সোনার চর ভালো সাড়া ফেলে।
তবে এবার নুসরাত ফারিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ায় ঘুরতে দেখা গেল জায়েদ খানকে। অভিনেতা গত মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন এবং সিডনিতে শোতে অংশ নিয়েছিলেন।
এ সফরে তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। দুজনেই একই মঞ্চে পারফর্ম করেছেন। সেখানে ডিগবাজিও দেন জায়েদ খান। বিভিন্ন জায়গায় দল বেঁধে ঘুরতেও দেখা গেছে তাদের। দুজনেই ফেসবুকে এই মুহূর্তের ছবি পোস্ট করেন।
এখন এক ছাদের নিচে জায়েদ-নুসরাত। দেখে মনে হচ্ছে জায়েদ মজার কিছু বলছে আর নুসরাত একই পোশাকে হাসছে। সিডনি অপেরা হাউসের তীরে এই ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন: “ভাই আমরা সিডনি। ৫মে দেখা হবে।”
ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। লাইক এবং রিপোস্ট ঢালাচ্ছে। জায়েদ-ফারিয়া দম্পতি মন্দ নয় বলে অনেকেই বলতেছেন। আগামী ১০ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।