পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী মে মাসে অনুষ্ঠেয় সেই সিরিজ উপলক্ষে শনিবার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ মে মাসে হলেও ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। আগামী ৩ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ দুইটি ম্যাচ হবে মিরপুর শেরোবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলার কথা ছিল। তবে সেটি নিয়ে যাওয়া হয়েছে ২০২৫ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই টেস্ট আগামী বছরে নেয়া হয়েছে। আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজে বসবে বিশ্বকাপ আসর।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি
(ম্যাচ—তারিখ—বার—খেলা শুরুর সময়—ভেন্যু)
১ম টি-টোয়েন্টি—৩ মে—শুক্রবার—সন্ধ্যা ৬টা—চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি—৫ মে—রোববার—সন্ধ্যা ৬টা—চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি—৭ মে—মঙ্গলবার—বিকেল ৩টা—চট্টগ্রাম
৪র্থ টি-টোয়েন্টি—১০ মে—শুক্রবার—সন্ধ্যা ৬টা—ঢাকা
৫ম টি-টোয়েন্টি—১২ মে—রোববার—সকাল ১০টা—ঢাকা