ঈদ যত ঘনিয়ে আসছে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে।
জানা গেছে, উপজেলার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুপুরের পর থেকে যাত্রীদের সংখ্যা বেড়েছে। এতে যানবাহনের চাপ বেড়েছে। আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ত্রি-মোড়কে কেন্দ্র করে এখানে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়।
রবিবার সকাল থেকেই আশপাশের কারখানাগুলো কিছু ছুটি হওয়ায় এই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে যানচলাচল স্বভাবিক থাকলেও দুপুরের পর থেকে যানবাহনের সংখ্যা বেড়েছে। যানবহ চলাচল করছে ধীরে গতিতে।মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যরা কাজ করছে।
নাওজোড় থানা হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, রবিবার দুপুরের পর থেকে আশপাশের কিছু কারখানা ছুটি হয়েছে। যার ফলে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।