দিন দিন দেশে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। ‘সুলতান সুলেমান, ‘দিরিলিস: আরতুগুল, ‘বাহার, ফাতমাগুল’, ‘ফেরিহা’সহ বেশ কয়েকটি তুর্কি সিরিয়াল বাংলা ভাষায় প্রচারিত হয়েছে দেশের টিভি চ্যানেলগুলোয়।
শুধু ঐতিহাসিক গল্প নয়, সামাজিক, কমেডি কিংবা রোমান্টিক গল্প নিয়ে তৈরি তুর্কি ধারাবাহিকও দেখছেন এ দেশের দর্শক। দীপ্ত টিভি তাই এবার নিয়ে এসেছে রোমান্টিক কমেডি ধারাবাহিক ‘হার ইয়ারদে সেন’-এর বাংলা রূপান্তর ‘তুমি আছ সবখানে’।
দীপ্ত টেলিভিশন সূত্রে জানা গেছে, বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে এটি। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন চ্যানেলটির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এটির ডাবিং প্রকল্প পরিচালক সজিব রায় এবং প্রযোজক মাসুদ মিয়া।