অনাঢ়ম্বর আয়োজনের মধ্যেদিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬মার্চ মঙ্গলবার ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দুর্গাপুর থানা, দুর্গাপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ দূর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা ও সরকারি- বেসরকারি, সাহিত্য শাসিত, সামাজিক, ক্রীড়া, সেচ্ছাসেবী, ব্যবসায়ীবৃন্দদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃঞ্চচন্দ্র, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ও খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম মোস্তফা শাওন, পৌরসভা কৃষকলীগের সভাপতি প্যানেল মেয়র সোহেল রানা, ফত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, পারভেজ হাসান, শিমুল ইসলাম, মুকতার হোসেন আলিফ প্রমূখ।
সকাল ৮ টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর স্কাউট রোভার স্কাউটদের শারীরিক কসরত পিটি প্রদর্শন পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সকাল সাড়ে এগারোটাই উপজেলা পরিষদ মিনি হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।